Top

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে

২১ অক্টোবর, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা।

বুধবার সন্ধ্যায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের মধ্যে গৌরবময় মুক্তিযুদ্ধ এবং বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য শিক্ষকের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন প্রজন্মকে এভাবে গড়ে তুলতে হবে, যাতে সাম্প্রদায়িক অপশক্তি তাদের ভুল বুঝিয়ে বিপথগামী করতে না পারে।

স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন- প্রফেসর সাজিদুল ইসলাম,অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, প্রধান শিক্ষক সামসুল হুদা, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাসুদ আহমেদ, অধ্যক্ষ শরীফুল ইসলাম, অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবিশ, উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, সহকারী অধ্যাপক আলী আশরাফ শামীম প্রমুখ।

শেয়ার