২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ১৮তম হয়েছিলেন নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করা অনিক সাহা।মেডিক্যালভর্তি পরীক্ষায় সেরার মুকুট ঝুলিতে তুলতে না পারলেও গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঠিকই পেরেছেন। পেয়েছেন সর্বোচ্চ নম্বর।
জানা গেছে অনিক সাহা নটরডেম কলেজের ২০২০ সেশনের শিক্ষার্থী। কলেজেও রেখেছেন মেধার স্বাক্ষর। ক্লাসে তার উপস্থিতি ছিল ৯৩ শতাংশ। হয়েছেন প্রথমও। অনিল সাহার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
গতকাল বুধবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন অনিক। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৫। যদিও গুচ্ছে মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কথা হয় অনিক সাহার মায়ের সাথে। তিনি জানান, অনিক এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার বিশ্বাস গুচ্ছ এবং মেডিক্যালের মতো বুয়েট ভর্তি পরীক্ষাতেও সফল হবে তার ছেলে।