সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় রোববার রাতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমান আদালত। সেইসাথে বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে একডালা পূণর্বাসন মহল্লায় বরের বাড়েিত সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। পরে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ এবং বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।