Top
সর্বশেষ

খোলা সয়াবিন লিটারে ১৫-২০ টাকা বেশিতে বিক্রি

২২ অক্টোবর, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
খোলা সয়াবিন লিটারে ১৫-২০ টাকা বেশিতে বিক্রি

দাম বাড়ানোর পরও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না খোলা সয়াবিন ও পাম তেল। প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা বেশি দাম নিচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দরে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সমিতি। বৈঠকে দাম বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিনের দর ১৩৬ টাকা ও পামওয়েল ১১৮ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা এবং পাঁচ লিটারের দর নির্ধারণ করা হয় ৭৬০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও তেজগাঁওয়ের কলোনি বাজারসহ কয়েকটি বাজারে দেখা যায়, প্রতি লিটার লুজ বা খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং পামঅয়েল ১৩৮ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন নির্ধারিত দরে বিক্রি হচ্ছে। কিছু কিছু জায়গায় আগের দরেই অর্থাৎ ১৫৩ টাকায়ও পাওয়া যাচ্ছে।

নির্ধারিত দরের চেয়ে খোলা সয়াবিনের দাম বেশি কেন জানতে চাইলে কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী বলেন, যে দর নির্ধারণ করা হয়েছে, কোনো পাইকারের কাছে সেই দরে তেল পাওয়া যাচ্ছে না। এর চেয়ে বেশি দর দিয়ে কিনতে হয়। এ ছাড়া খোলা তেলে ঘাটতি থাকে। এ কারণে খুচরায় বেশি দরে বেচতে হয়।

শেয়ার