Top

এখনই বুমরাহর সঙ্গে শাহিনের তুলনা বোকামি

২৩ অক্টোবর, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
এখনই বুমরাহর সঙ্গে শাহিনের তুলনা বোকামি

ভারত ও পাকিস্তানের বৈরিতার কথা জানা সবারই। ক্রিকেট মাঠে যেমন, মাঠের বাইরেও কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন আবহ। এই যেমন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় গতি তারকা জসপ্রিত বুমরাহর।

আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এই ম্যাচে অনেকে দেখছেন শাহিন ও বুমরাহর লড়াই হিসেবে। তবে এই দুইজনকে এখনই তুলনা করা বোকামি মনে করেন আমির। তবে বলছেন, ভারতের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তানের পেস বোলিং।

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘এখনই বুমরার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির তুলনা বোকামি। শাহিনের বয়স কম। অনেক কিছু শিখছে। বুমরাহ সেখানে বেশ কয়েক বছর ধরে ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ। সে টি-টোয়েন্টিতে এখন বিশ্বসেরা পেসার। বিশেষ করে ডেথ ওভারে।’

তিনি আরও বলেন, ‘এটাও সত্যি, শাহিনই এই মুহূর্তে আমাদের সেরা পেসার। গত দেড় বছরে ওর বোলিং দেখে সেটাই মনে হয়েছে। তাই ভারতের বিপক্ষে বুমরাহ বনাম শাহিনের লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নতুন বলে বুমরা অসাধারণ। কিন্তু তরুণদের মধ্যে শাহিনও উঠে এসেছে। নতুন বলটাও ভাল করছে।’

বুমরাকে সেরা বললেও আমির মনে করেন, ভারতের থেকে পাকিস্তানের পেস আক্রমণ বেশি শক্তিশালী, ‘পেস বোলিংয়ে এগিয়ে পাকিস্তানই। হাসান আলি আর শাহিন দারুণ ছন্দে আছে। কম যাচ্ছে না হারিস রউফও। শেষের দিকের ওভারে পাকিস্তানের বোলাররাই সেরা। ভারতের ভুবনেশ্বর কুমার আইপিএলে ছন্দে ছিল না। বিরাট কোহালিদের একমাত্র ভরসা বুমরা।’

শেয়ার