Top

ভারত শিরোপার অন্যতম দাবিদার: গাঙ্গুলী

২৩ অক্টোবর, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
ভারত শিরোপার অন্যতম দাবিদার: গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। এরপর কয়েকবার খুব কাছাকাছি গেলেও শিরোপা অধরাই রয়ে গেছে। তবে এবার তাদের শিরোপা জেতার জোর সম্ভাবনা দেখছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

কোহলিবাহিনীর শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের অন্যতম দাবিদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু প্রথম আসরের মতো এবারও আমাদের শিরোপা জেতার সম্ভাবনা আছে। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। এবার আমরা আশাবাদী। তবে নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যায় না, বিশেষ করে টি-টোয়েন্টিতে। তবে আবারও বলছি, এবার আমরা শিরোপার অন্যতম দাবিদার। ’

আগামীকাল ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আইসিসির টুর্নামেন্টের শুরুতেই পাকিস্তানের মুখোমুখি আগেও হয়েছে ভারত। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিপক্ষে ছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও এই দুই দল খেলেছিল। ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল তারা। তাই ক্রিকেটাররা চাপ সামলাতে সক্ষম। ’

পাকিস্তান-ভারত মহারণ উপভোগ করতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এখন আর আইসিসির টুর্নামেন্ট ছাড়া দুই দলের মুখোমুখি লড়াই দেখা যায় না। কারণ হিসেবে গাঙ্গুলী বললেন, ভারতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করা খুব কঠিন। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘এই দুই দলের ম্যাচে টিকিটের চাহিদা অনেক বেশি থাকে। ম্যাচ আয়োজন ও নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয়। তাই ভারতে এই ম্যাচের আয়োজন করা খুব মুশকিল। কিন্তু আমিরাতে এই ম্যাচের উন্মাদনা অন্য রকম। তাই সেখানে কোনো সমস্যা হয় না। ’

শেয়ার