Top

বিশ্বজুড়ে জিমেইল-ইউটিউব ডাউন

১৪ ডিসেম্বর, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ
বিশ্বজুড়ে জিমেইল-ইউটিউব ডাউন
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

হঠাৎ ডাউন হয়ে গেল বিশ্বজুড়ে গুগলের পরিষেবা জিমেইল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ম্যাপস, গুগল ফটোজসহ অন্যান্য সেবাগুলো । ডাউনডিটেক্টর ওয়েবসাইট এসব  ডাউনের খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ডাউনডিটেক্টরে ৮৯ হাজার ৭৮৬টি রিপোর্ট করেছেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বিশ্বব্যাপী সাইটগুলোতে সমস্যা শুরু হয়।

গুগল এক টুইট বার্তায় তাদের সাইটগুলোতে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি বলছে, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেবাগুলো ব্যবহারে অসুবিধার খবর পেয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শগিগিরই তা স্বাভাবিক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

টেকক্র্যাঞ্চ জানাচ্ছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ এবং ভারতীয় অঞ্চলের দেশগুলোতে হয়েছে।

সন্ধ্যা থেকে বাংলাদেশেও এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যাগুলোর কথা অনেকেই সামাজিক মাধ্যম ফেইসবুকে জানাচ্ছেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার