Top

উ.কোরিয়াকে আলোচনায় বসার অনুরোধ যুক্তরাষ্ট্রের

২৪ অক্টোবর, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
উ.কোরিয়াকে আলোচনায় বসার অনুরোধ যুক্তরাষ্ট্রের

ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে উত্তর কোরিয়াকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক। কয়েক দিন আগে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর পরই যুক্তরাষ্ট্র দেশটির প্রতি এমন আহ্বান জানালো। রোববার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা শেষে এই আহ্বান জানান।

সাং কিম উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ ও অস্থিতিশীল পরিবেশ বন্ধের আহ্বান জানিয়ে আলোচনায় বসার কথা বলেছেন। তিনি বলেন, আমরা যেকোনো পূর্বশর্ত ছাড়াই পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরণের শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও জানান তিনি।

বাইডেন প্রশাসন বারবারই বলে আসছে তারা যে কোনো সময় যে কোনো স্থানে কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে আলোচনায় বসার পূর্বে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার কথা জানিয়েছে কিম জং উনের প্রশাসন।

এর আগে সাবমেরিন থেকে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশনা প্রযুক্তি’ (অ্যাডভান্সড কন্ট্রোল গাইডেন্স টেকনোলজি) রয়েছে, যার ফলে এর গতিবিধি অনুসরণ করা কঠিন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, এর মধ্যে বেশিরভাগই ছিল হাইপারসনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেশি বিপজ্জনক মনে করা হয়। কারণ এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি বিস্ফোরক বহন করা এবং তুলনামূলক দ্রুতগতিতে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।

শেয়ার