Top
সর্বশেষ

একদিনে আরও ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৭৭

১৫ ডিসেম্বর, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ
একদিনে আরও ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৭৭
নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১২৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৭৭ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৯৪ হাজার ২০৯ জন।

গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ২৬ হাজার ৭২৯ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪০ পুরুষ ২৬ ও ১৪ নারী রয়েছেন। এখন পর্যন্ত ৫ হাজার ৮৩৯ জন পুরুষ ও এক হাজার ৬৯০ জন নারীর মৃত্যু হয়েছে।

বিভাগ অনুযায়ী একদিনে ঢাকায় ২৪, চট্টগ্রামে ১০, খুলনাতে এক, সিলেটে এক, রংপুরে দুই জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন বাড়িতে আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার