Top

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠবে : শিক্ষামন্ত্রী

৩০ অক্টোবর, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠবে : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি না হওয়ার অন্যতম কারণ, করোনার সংক্রমণ নিয়ে এখনও অনেক বাবা-মা কিছুটা ভয়ে আছেন। তাই তারা সন্তানকে স্কুল-কলেজে পাঠাবেন কি না, এ নিয়ে কিছুটা দ্বিধায় থাকতে পারেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি এমপি বলেন, করোনার স্থবিরতায় শিক্ষাপ্রতিষ্ঠানে কতভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তার হিসেব নেই সরকারের কাছে। তাছাড়া এই স্থবিরতা কাটিয়ে উঠার পর এখনো শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যায়নি। কারো কারো হয়তো বাল্যবিয়ে হয়েছে। তবে এ সংখ্যা খুব বেশি নয়। ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সকল উদ্যোগ নেয়া হবে। সব বাধা পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠবে।

চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা মো. মিলন মাহমুদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দাউদ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, কমিউনিটি পুলিশং চাঁদপুর এর সভাপতি ডা. এসএম সহিদুল্লা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

শেয়ার