Top
সর্বশেষ

ক্ষুদ্রঋণ বাস্তবায়নে চাই উদ্যোক্তা ব্যাংকার সর্ম্পক

৩০ অক্টোবর, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
ক্ষুদ্রঋণ বাস্তবায়নে চাই উদ্যোক্তা ব্যাংকার সর্ম্পক

এমএমই উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকারদের দূরত্ব রয়েছে। ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়নে এই দুরত্ব কমাতে হবে। এজন্য সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ।

শনিবার (৩০ অক্টোবর) সিলেটে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

মো. মাসুদুর রহমান বলেন, এমএমই উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকারদের দূরত্ব রয়েছে। ক্ষুদ্রঋণ প্রদান কর্মসূচি বাস্তবায়নে এই দুরত্ব কমাতে হবে। এজন্য সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, প্রণোদনার প্যাকেজের ঋণ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে একটি হটলাইন চালু করা যেতে পারে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ‘ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ ফেরত না পাওয়ার নজির নেই। এজন্য ঋণ বিতরণে তাদের অগ্রাধিকার দিতে হবে।’

ছোট উদ্যোক্তাদের ঋণ বিতরণে নিয়মকানুন সহজ করার জন্য ব্যাংকারদের প্রতি অনুরোধও জানান তিনি। একই সঙ্গে তিনি উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শও দেন।

চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি টাকার ঋণ বিতরণ শেষ করা সম্ভব হবে বলেও আশা জানান ড. মো. মফিজুর রহমান।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের জন্য প্রায় ১০০ কোটি টাকার ঋণ ছাড় করা হয়েছে। আরও ৫৪ কোটি টাকার ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি জানান, মোট ঋণের ৩০ শতাংশ নারী-উদ্যোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে। এছাড়া ঋণ পাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এর আলোকে ঋণ বিতরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, যারা এখনও ব্যাংক ঋণ পাননি তাদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া নারী উদ্যোক্তা ও করোনা মহামারির কারণে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।

শেয়ার