ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যৌথ সামরিক মহড়াকে বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের হৃদয়ে ছুরিকাঘাত হিসেবে বর্ণনা করেছে লেবাননের হিজবুল্লাহ।
ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশের এই মহড়া দখলদারদেরকে ফিলিস্তিন ও লেবাননে আরও বেশি আগ্রাসন চালাতে উসকানি দেবে এবং এই মহড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নেতাদের জন্য এক বড় কলঙ্ক রয়ে যাবে।
কোনো চাপ, সংকট ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইসরাইল বিরোধী অবস্থান থেকে সরানো যাবে না বলে তিনি জানান। হিজবুল্লাহ নেতা বলেন, তারা দখলদারদেরকে মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।
সম্প্রতি দখলদার ইসরাইল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরাইল এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিয়েছে।
আমেরিকার তত্ত্বাবধানে এ ধরনের সামরিক সহযোগিতা শুরুর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছে দখলদার ইসরাইল।