Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রোনালদোর জোড়া গোলে জুভের জয়

২০ ডিসেম্বর, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ
রোনালদোর জোড়া গোলে জুভের জয়
স্পোর্টস ডেস্ক :

গেল ম্যাচে আটালান্টার বিপক্ষে রোনালদোর পেনাল্টি মিসে দলের জয় হাতছাড়া হয়েছে। সেই শোধটাই যেন তুললেন পারমার বিপক্ষে। দুই গোল করে জুভেন্টাসকে পার্মার বিপক্ষে বড় জয় এনে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পাশাপাশি দেজান কুলুসেভস্কির একটি আর আলভারো মোরাতার এক গোলে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

এটি জুভেদের সিরি আ’তে ১৩ ম্যাচে সপ্তম জয়, ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে দলটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণের সিটে বসে জুভে। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত ম্যাচের ২৩তম মিনিটে লিড পায় জুভেন্টাস। মোরাতার আড়াআড়ি ক্রস থেকে ক্লুসেভস্কি বল জালে জড়ান। এর মাত্র মিনিট তিনেক পর মোরাতার উঁচু ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আটালান্টার বিপক্ষে পেনাল্টি মিস করা রোনালদো। একটু পর পর্তুগিজ তারকার দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদের প্রচেষ্টা বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ৩-০ করে জুভেন্টাস। অ্যারন রামসির বাড়ানো পাসে বল পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। সিরি আ’তে এটি রোনালদোর ১২তম গোল।

এরপর ৫০তম মিনিটে লিওনার্দো বনুচ্চির শট রুখে দেন পার্মা গোলরক্ষক। চার মিনিট পর রদ্রিগো বেন্তানকুরের কর্নারে ওয়েস্টন ম্যাককেনির হেড গোলরক্ষক ফেরানোর পর ম্যাথিয়াস ডি লিট জাল খুঁজে নিয়েছিলেন। তবে কর্নার থেকে বল বাঁক খেয়ে বাইলাইনের বাইরে থেকে ভেতরে ঢোকায় গোল হয়নি। রোনালদোকে তুলে ৮২তম মিনিটে ফেদেরিকো চিয়েসাকে নামান জুভেন্টাস কোচ। তিন মিনিট পর ফেদেরিকো বার্নার্দেস্কির ক্রসে হেডে দলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোরাতা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার