Top

কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষেই আর্জেন্টিনা

২০ নভেম্বর, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ
কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষেই আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অবশেষে কষ্টার্জিত জয়ের দেখা পেল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে মাঠে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও ম্যাচের ৫৫ মিনিটের মাথায় লিওনেল মেসির অ্যাসিস্টে লাউতারো মার্টি‌নেজের গোলে হারের বৃত্ত থেকে বের হল আর্জেন্টিনা।

আজকের এই জয় যে আর্জেন্টিনার খুব বেশি দরকার ছিল তা আঁচ করা গেছে খেলার দ্বিতীয়ার্ধে এসে। তবে পেরুর বিপক্ষে ১ গোলের জয়ে খুব একটা খুশি হতে দেখা যায়নি দলের খেলোয়াড়দের। তবুও নিজেদের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে এই জয় স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনাকে।

চলতি বছরে ২ ম্যাচে হার ও এক ড্রতে সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা এবং লিওনেল স্ক্যালোনি। গত ম্যাচেই প্যরাগুয়ের কাছে হেরেছে তারা। সেটাও এই প্রতিপক্ষের বিপক্ষে ৮ বছর পর।

ফলত জয়ের আশা নিয়ে আজ মাঠে নামে স্ক্যালোনিবাহিনী। ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য ড্র করার  পর দ্বিতীয়ার্ধে এসে ৫৫ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ সে বল শূন্যে ভেসে বল পাঠালেন প্রতিপক্ষের জালে। ৫৫ মিনিটের এই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পায় আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল আর্জেন্টিনা।

এর আগে বুধবার সকাল ৬টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এনজে

শেয়ার