Top
সর্বশেষ

কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

১৯ ডিসেম্বর, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ আবদুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এর ফাইনাল ম্যাচে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজেরার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।

এতে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক মো. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে লোক প্রশাসন বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। লোক প্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম “ম্যান অফ দ্য ফাইনাল” এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মেহেরাজ আলভি “ম্যান অফ দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন। সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষক স্বীকৃতিও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শান্ত ও মাজারুল পান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. হায়দার আলী বলেন, “তোমরা এখন পর্যন্ত যত মতবিরোধ বা সমস্যা হয়েছে, সেগুলো ভুলে যাও। আজ আনন্দ করার দিন। দুই দলই প্রচণ্ড ভালো খেলেছ এবং দুজনকেই সমানভাবে অভিনন্দন জানাচ্ছি। খেলায় জয়-পরাজয় থাকবেই, এটি খেলারই একটি অংশ। পরাজয় মেনে নেওয়ার মানসিক শক্তিই খেলার সবচেয়ে বড় শিক্ষা। মাঠে যা ঘটে, তা মাঠেই মিটমাট করে ফেলাই খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচায়ক।”

উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, “আজকে যারা পরাজিত হয়েছে, আশা করি এই অভিজ্ঞতা তোমাদের জন্য প্রেরণার উৎস হবে। সবাই ভালো খেলেছ, তাই সবাইকেই অভিনন্দন।”

ট্রেজারার প্রফেসর মো. সোলায়মান বলেন, “আজকের টুর্নামেন্ট যাকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কোটা আন্দোলনে শহিদ হয়েছেন। এতো সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন। দুই দলই ভালো খেলেছ, দুই দলকেই অভিনন্দন জানাই।”

বিএইচ

শেয়ার