Top

৩৬ জুলাই: বিপ্লবের গতিপথ

৩০ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
৩৬ জুলাই: বিপ্লবের গতিপথ
নিজস্ব প্রতিবেদক :

আবু সাদিক কায়েম

রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কতটা সমৃদ্ধ সে বিষয়ে অনেকে তর্ক বিতর্ক করেন। কিন্তু আর্য-অনার্য সংঘাত কিংবা তৎপরবর্তী দুঃশাসন শেষে বখতিয়ার খলজির ভূমিকায় এই অঞ্চলের মুক্তি, অথবা পলাশীর সূর্যাস্ত এদেশেরই বাস্তবতা। বাংলাদেশের ইতিহাস আশা-নিরাশা, জয়-পরাজয়ের পথ পরিক্রমায় দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আর একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত, এদেশের মানুষ যুগে যুগে পরাধীনতার শিকল ভাঙতে জান কোরবান দিতেও কুণ্ঠাবোধ করেনি কখনো। অদম্য স্বভাবের কারণেই এদেশের নাম ছিল বুলগাকপুর।

এমনই নানা প্রেক্ষাপটে এক ঐতিহাসিক দায়ভার থেকে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; দেশের সার্বভৌমত্ব রক্ষা, নাগরিক অধিকার সুনিশ্চিত ও একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে। যেকোনো নৈতিক দাবির ক্ষেত্রে আমরা ছিলাম দ্বিধাহীনভাবে আপোষহীন।

অনায্য কোটাব্যবস্থা কার্যতই একটি দেশের যোগ্য ও দক্ষ প্রার্থীর কাছে অভিশাপস্বরূপ। এ ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামোতে পর্যায়ক্রমে ভাঙনের শুরু হয়। সেই বোধ থেকে ঐতিহাসিক প্রেক্ষাপটে ছাত্রশিবির সর্বপ্রথম ১৯৯৭ সালে কোটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তবে কোটার যৌক্তিক সংস্কারের জন্য ব্যাপক আন্দোলন সংঘটিত হয় ২০১৮ সালে। তোপের মুখে অনির্বাচিত হাসিনা সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার এক অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয় ২০২৪ এর জুন মাসে। বরাবরের মতোই হাইকোর্টকে পুতুলের মতো ব্যবহার করে বৈষম্যপূর্ণ কোটাপ্রথা পুনর্বহাল করে।

হাসিনা রেজিমে জনগণের মতপ্রকাশ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার হরণ করা হয়েছে। প্রতিবাদে আন্দোলনও হয়েছে। কিন্তু চাপ ও শোষণের মাধ্যমে সেসব আন্দোলন দমিয়ে দেওয়া হয়। ২০১৮ সালে বহু ত্যাগ সংগ্রামে অর্জিত অধিকার থেকে বঞ্চিত করার জন্য হাসিনার অবৈধ হস্তক্ষেপে তাই চব্বিশে আবার গর্জে উঠে ছাত্রসমাজ! কিন্তু ছাত্রজনতার আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার বুকে গুলি চালায়! সেদিনই আমরা শপথ নেই, হাসিনাকে তার পরিণতি বুঝিয়ে দেওয়ার।

যে কোন নৈতিক দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৌশলগতভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রশিবির; জুলাইয়েও তাই। আন্দোলনের শুরু থেকে শেষ দৃশ্যগুলোও খুব মনে পড়ছে আজ।

শুরু থেকেই আমরা কোটা পুনর্বহাল করার বিরুদ্ধে আন্দোলন শুরু করি খুব জোরেশোরে। আসন্ন সংকট এবং ‘আফটারম্যাথ’ পর্যালোচনা করে আমরা কৌশলগত অবস্থান গ্রহণ করি। সম্মুখ নেতৃত্বে কে বা কারা থাকলো তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে দাবি আদায়।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ জুন থেকে ৩৬ জুলাই পর্যন্ত নীতিনির্ধারণ এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ছাত্রশিবির জড়িত ছিলো। ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি এস এম ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান আন্দোলনের সার্বিক পরিকল্পনা ও সারাদেশে বাস্তবায়ন নিয়ে সার্বক্ষণিক ব্যস্তসময় পার করেছেন। কোন দিন কোন কর্মসূচি দেওয়া হবে, স্ট্র‍্যাটেজি কেমন হবে— সবকিছু নিয়েই সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলমদের সাথে আলোচনা অব্যহত ছিলো।

জুলাই অভ্যুত্থানের বিশদ ঘটনা কয়েক বাক্য বা কলামে প্রকাশ সম্ভব নয়। তবুও স্মৃতিপট থেকে কিছু ঘটনা তুলে ধরার প্রয়াস। কার্যত শিক্ষার্থীদেরকে ‘রাজাকার’ সাব্যস্ত করার মাধ্যমেই নিজের গদিচ্যুতি নিশ্চিত করে স্বৈরাচারী হাসিনা। ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ ‘তুমি কে আমি কে— রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়। কিন্তু ন্যূনতম অনুশোচনা বা দুঃখপ্রকাশ না করে স্বৈরাচারী হাসিনা তার পেটুয়া বাহিনী ছাত্রলীগকে শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেয়। ১৫ জুলাই ছাত্রদের স্বতঃস্ফূর্ত ও নিয়মতান্ত্রিক আন্দোলনে পৈশাচিকভাবে হামলা চালায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হয় এক কলঙ্কজনক অধ্যায়।

রক্ত গড়িয়ে পড়ছিলো ভাই ও আপুদের। বোনদের পরিস্থিতি দেখে আমি স্তম্ভিত ও নির্বিকার হয়ে যাই। তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে যাই, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের ব্যাপারে সহযোগিতা করি। মনের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নেয়। কিন্তু ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোবল ভেঙে যায়। আমরা সন্ধ্যায় ঘুরে দাঁড়িয়ে আরেকটা মিছিল করতে চাই। ক্যাম্পাসের শিক্ষার্থী কম! সেজন্য ঢাকা মহানগরের বিভিন্ন শাখার শিবিরের জনশক্তি ঢাবি শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে ছাত্রলীগ প্রতিরোধে এগিয়ে আসে এবং আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সাথে সমম্বয় করে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পরের দিন শহীদ মিনারে অবস্থান নিয়ে সফল কর্মসূচি বাস্তবায়নেও ছাত্রশিবির ভালো অবস্থান নেন। বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইয়ের সার্বিক পরামর্শে সিবগাতুল্লাহ ভাই, রেজাউল করিম শাকিল, আসিফ আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্ব উল্লেখযোগ্য ছিলো ওই সময়টায়। হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত ও অবাঞ্ছিত করার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ পালন করেন। শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মোবিলাইজ করতে ও তাদের পরিকল্পনা সাজাতে ব্যাপক ভূমিকা রাখে।

এবার আসা যাক নয় দফার ব্যপারে। আমরা চেয়েছিলাম কোটা বাতিল করলেও আন্দোলন চলমান রাখতে। ফরহাদ ভাই, আমি কেন্দ্র ও ঢাবি শিবিরের অন্যান্য সাবেক-বর্তমান সদস্যারা মিলে নয় দফা প্রস্তুত করি৷ নয় দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি মীর্জা গালিব, শরফুদ্দিন, আলী আহসান জুনায়েদ, সিবগাতুল্লাহ ও রাফে সালমান রিফাত। এছাড়া সাবেক ঢাবি শিবির সভাপতিদের সাথে অফলাইন ও অনলাইন মিটিং চলমান ছিল বিভিন্ন বিষয়ে। প্রস্তুত শেষে আব্দুল কাদেরের সাথে আলাপ করে কয়েকটা জায়গায় সম্পাদনা করা হয়। শিবেরের নেতাকর্মীরা অত্যন্ত সাহসিকতার সাথে কারফিউ উপেক্ষা করে মিডিয়া হাউজগুলোতে নয়দফা প্রচার করে।

আমাদের আন্দোলনের অন্যতম বড় একটা মুভ ছিলো প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণ। তাদের প্রতিনিধিদের যোগাযোগ করে আমরা রামপুরা-বাড্ডায় ব্যপক প্রতিরোধ গড়ে তুলি। প্রাইভেট ভার্সিটির ভাইয়েরা অকুতোভয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

ডিবি হেফাজতে ছয় সমন্বয়ককে তুলে নেওয়া হলে আমরা বাকি সমন্বয়কদের নিরাপত্তার ব্যপারে শঙ্কিত হই। তারা প্রত্যেকেই প্রাণভয়ে ছিলেন। সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাইসহ আরো কিছু শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তাদের জন্য সেইফ হোমের আয়োজন করি। আরো চমৎকার একটা ব্যপার হলো— প্রতিদিনই তাদের নামের প্রেস রিলিজগুলো সরবরাহ করতাম। দারুণ ইম্প্যাক্ট ফেলতো আর আন্দোলন চলমান ছিলো।

সারাদেশে গণহত্যা চালাতে থাকে সরকারের পোষা গুণ্ডা ও আইনশৃঙ্খলা বাহিনী। তখন প্রতিটি হাসপাতালে হাসপাতালে ঘুরে ঘুরে আহত এবং শহীদদের তালিকা প্রস্তুত করার কাজটি শুরু করে আমাদের একটি টিম। ২৬ জুলাই কুয়েত মৈত্রী হাসপাতালে আহত এবং পঙ্গুত্ব বরণকারী সহযোদ্ধাদের দেখতে গেলে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকারকে ঘিরে ফেলে গোয়েন্দা বাহিনী। তখন আমরা দুইটি এম্বুলেন্সে করে আমাদের কয়েকজন দায়িত্বশীলের তত্ত্বাবধানে তাদের সার্বিক নিরাপত্তার সহিত বের করে নিয়ে এসে সেইফ হোমে থাকার ব্যবস্থা করি। সেইফ হোমে থেকে গোয়েন্দা নজরদারী এড়িয়ে আন্দোলনের সামগ্রিক নির্দেশনা বলবত রাখার জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করি।

২৭ জুলাই অনলাইনে প্রেস কনফারেন্স আয়োজন করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল কাদের প্রমুখ। সেই প্রেস কনফারেন্সে শিবিরের সহায়তায় ‘স্টুডেন্ট এগেইনস্ট্ অপ্রেশন’ (এসএও)-এর প্রস্তুত করা গণহত্যার ডকুমেন্টস এবং শহীদদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা ব্যাপকভাবে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে।

৩০ জুলাই হাসিনা সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ‘মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলা এবং  অনলাইনে প্রচার’ কর্মসূচির অভিনব আইডিয়া দেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ভাই এবং ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। যা দেশের সব শ্রেণির মানুষকে এক কাতারে নিয়ে আসে।

এরই মধ্যে সারা দেশে তখনও গণগ্রেফতার চালিয়ে যাচ্ছিলো আওয়ামী-পুলিশ বাহিনী। প্রতিদিন রাতে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের গ্রেফতার করছিলো পুলিশ। ছাত্রদের কাছে সেই রাত গুলো ছিলো আতঙ্ক ও বিভীষিকাময় রাত। আমরা প্রতিদিন শহীদ হওয়ার তামান্না নিয়ে সারা ঢাকায় ছুটাছুটি করছিলাম এবং নীতি নির্ধারণ ও মাঠের কর্মসূচি বাস্তবায়ন করতাম। এমন পরিস্থিতিতে সারাদেশে ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা-গুম ও খুনের প্রতিবাদে এবং সুবিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশে ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সারাদেশে ‘মার্চ ফর জাস্টিস’ বাস্তবায়নের জন্য শিক্ষক, আইনজীবী, পেশাজীবীদের সংগঠিত করার জন্য সমন্বয়কদের সাথে নিয়ে নিরলস প্রচেষ্টা চালায়। তারই ফলশ্রুতিতে ঢাকায় হাইকোর্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আইনজীবী এবং পেশাজীবীদের স্বপ্রণোদিত অংশগ্রহণ এবং ছাত্রদের পাশে ইস্পাতদৃঢ় হয়ে অবস্থানের মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়।

সমগ্র জুলাই মাসে শহীদ এবং আহত হওয়া সহযোদ্ধাদের স্মরণের উদ্দেশ্যে ৩১ জুলাই সন্ধ্যায় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ঘোষণা করি। তারই ধারাবাহিকতায় নির্যাতনের ভয়ংকর কালো দিন গুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার-সহপাঠিদের মাঝে স্মৃতিচারণ, শহীদদের নিয়ে গল্প লিখা, চিত্রাংকন, গ্রাফিতি ইত্যাদি এবং প্রতিবাদ মিছিল আয়োজনের মাধ্যমে ৩২ জুলাই অনলাইন এবং অফলাইনে সর্বাত্মকভাবে পালিত হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি। ‘মার্চ ফর জাস্টিস’ ও ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচী প্রণয়নে ভূমিকা রাখেন জাহিদুল ইসলাম ও আলী আহসান জুনায়েদ এবং তাদের সাথে পরামর্শ করে সমন্বয়কদের মাধ্যমে এই প্রোগ্রাম চূড়ান্ত করি।

সেদিনই অর্থাৎ, ৩২ জুলাই (১ আগস্ট) জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিস্ট সরকার। ইসলামী ছাত্রশিবির খুনি হাসিনার জারি করা অবৈধ প্রজ্ঞাপনটির বিপরীতে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং চলমান গণ-আন্দোলনকে আরো বেগবান করার সিদ্ধান্ত নেয়।

পরের দিন ৩৩ জুলাই (২ আগস্ট) বাদ জুমা সারাদেশে দোয়া, শহীদদের কবর যিয়ারত এবং জুম্মার নামাজ শেষে গণমিছিলের ঘোষণা দেই। সেই কর্মসূচিতে আপামর ছাত্র-জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে খুনি হাসিনার মসনদে কাঁপন ধরিয়ে দেয়। চলমান গণদাবির মুখে আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। এর মাধ্যমে ছাত্র-জনতার প্রাণের দাবি হয়ে উঠে ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’।

পরবর্তী দিন ৩৪ জুলাই (৩ আগস্ট) জাতীয় শহীদ মিনার থেকে সেই বহুল আকাঙ্ক্ষিত একদফার ঘোষণা ও অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়। সারা ঢাকা থেকে শহীদ মিনারে আগত লক্ষ লক্ষ ছাত্র-জনতা তৎক্ষণাৎ অসহযোগ আন্দোলন এবং একদফার সাথে একাত্মতা পোষণ করে।

৩৫ জুলাই (৪ আগস্ট) প্রথমে দুপুর ২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহবাগে সমাবেশের ডাক দেয়। একই দিনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শাহবাগে দুপুর ১২ টায় সমাবেশের ঘোষণা দিলে ছাত্রজনতার সমাবেশ এগিয়ে আনার পরামর্শ দিই। সেই পরামর্শের প্রেক্ষিতে শাহবাগের সমাবেশ ১১ টায় শুরুর ঘোষণা দেয়া হয়। সমাবেশ সফল করতে ছাত্র-জনতা ফজরের পর থেকেই শাহবাগ অভিমুখে রওনা দিয়ে সকাল ৯ টার মধ্যে শাহবাগ দখল করে নেয় মুক্তিকামী বিপ্লবী জনতা। সেদিন আমাদের ‘ড্রিম প্রজেক্ট’ নামে সংগঠিত কর্মী বাহিনীর মাধ্যম দশটি ভাগে ভাগ হয়ে ছাত্রজনতাকে সাথে নিয়ে ঢাকা শহরে ফ্যাসিবাদীদের বিভিন্ন আস্তানা ভেঙে দিয়ে খুনীদের পতন তরান্বিত করি। সেদিন আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর সাথে মিলে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক ছাত্র-জনতাকে শহীদ করে। শহীদ মিনার থেকে লাশের মিছিল নিয়ে শপথ করি, এই খুনি হাসিনাকে আমরা একমূহুর্তও সহ্য করবো না। সেদিন সন্ধ্যায় পতন সুনিশ্চিত জেনে খুনি হাসিনা দ্বিতীয়বারের মতো কারফিউ জারি করলেও ছাত্রজনতা রাজপথে অবস্থান নেয়।

এরপর এলো “লং মার্চ টু ঢাকা” কর্মসূচী। সমন্বয়কদের পক্ষ থেকে ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হলে কেন্দ্রীয় সংগঠন ও ঢাবি শিবিরের সাবেক ভাইদের পরামর্শের উপর ভিত্তি করে তা একদিন এগিয়ে আনার পরামর্শ দেওয়া হয়। অতঃপর আসিফ মাহমুদের সেই ঘোষণা আসে — ‘পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা’।

সারা রাত ধরে সারা দেশ থেকে মুক্তিকামী জনতা ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নেয়। ফজরের নামাজের পর নতুন সূর্যোদয়ের অপেক্ষায় থাকা বিপ্লবী জনতা শাহবাগ অভিমুখে রওনা দেয়। আগত জনতাকে সংগঠিত করে গণভবন অভিমুখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা দশটি স্পটে অবস্থান নিই। সকাল বেলা শহীদ মিনার এবং শাহবাগে খুনি পুলিশ বাহিনীর গুলির সম্মুখীন হয় ছাত্রজনতা। গুলির মুখে টিকতে না পেরে আমরা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করে জড়ো হতে থাকি। বেলা সাড়ে এগারোটা নাগাদ মুক্তিকামী জনতা সকল ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয়। ততক্ষণে খুনি হাসিনা লক্ষ্মণ সেনের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়। ঢাকাসহ সারা দেশে কোটি কোটি ছাত্র-জনতা শোকরানা নামাজ আদায়, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মাধ্যমে বিজয়ের আনন্দ উপভোগ করে। ঢাকার সমবেত জনতা গণভবন অভিমুখে পদযাত্রা করে এবং অবশেষে হাজার শহীদের রক্তের বরকতে ফতেহ গণভবনের মধ্য দিয়ে নির্মিত হয়—  ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ’।

বিপ্লব চলাকালে আহতদের চিকিতসা ও এম্বুলেন্স, গ্রেফতারকৃতদের জন্য আইনজীবী, ফ্যাসিস্ট প্রোপাগান্ডার মোকাবেলায় সাংবাদিক ও ফ্যাক্টচেকার, জনমত গঠনে বুদ্ধিজীবী, রাজনৈতিক দলগুলিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহয়তাকারী রাজনীতিবিদ- সব ভূমিকাতেই ছাত্রশিবিরের সাবেক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

ফ্যাসিস্ট হাসিনার পরাজয় যখন মোটামুটি নিশ্চিত তখন নতুন সরকার কে হবেন— আলোচনা সাপেক্ষে সেটা ঠিক করি। সবার আগে ড. ইউনূসের নামই মাথায় আসে ও পরামর্শক্রমে ওনাকে আমরা এই গুরু দায়িত্ব নেওয়ার অনুরোধ করি।

নানান কৌশল আর ত্যাগের বদৌলতে আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ। আমরা শুধু পত্রিকায় ছাপানো কিংবা মিডায়ার খবরগুলোই জানি। কিন্তু তার বাইরে কত-শত ঘটনা তার বিবরণ দিলে বছর ফুরাবে। যাত্রাবাড়ী, উত্তরা, আশুলিয়ার প্রতিরোধ! দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় দারূণভাবে হার না মানা লড়াই করেছে। মাদ্রাসার ভূমিকা ছিলো অগ্রগণ্য। অপ্রতিরোধ্যভাবে মাঠে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, মীর মুগ্ধসহ শত শত ভাই-বোনের শাহাদাতের মাধ্যমে এ আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিণত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে ভেনগার্ডের ভুমিকা পালন করেছেন। সকল প্রকার ছাত্র, নানান শ্রেণী-পেশা মানুষদের সম্মিলনেই তো একটা সফল গণঅভ্যুত্থান হয়। সহস্র শহীদের কুরবানির নাজরানাতে আমাদের নিঃশ্বাসের বায়ু। আল্লাহর মদদ না থাকলে কিছুই হতো না। যুগের জুলুম, নির্যাতন, গুম, ভীতিকে অতিক্রম করাই বা কার সাধ্য ছিলো! এখন একটা স্বপ্ন— আমাদের দেশটা সকলের, সবার। এই অনুভূতিটা সৃষ্টি করে শহীদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

লেখক

আবু সাদিক কায়েম

সভাপতি,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়

এনজে

শেয়ার