Top
সর্বশেষ
শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশ।

নৌ পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় বিষয়টি জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসবআই) বিল্লাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরো জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মুসলিম। পরনে কালো রঙ্গের প্যান্ট এবং গায়ে সাদা আকাশি প্রিন্টের ফুল হাতা শার্ট পরা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। চুলের রং পুরো মাথা খালি সাইডে আংশিক চুল আছে কালো।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এস ইকবাল বলেন, এই ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত দাফনের জন্য মরদেহ আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।

বিএইচ

শেয়ার