Top
সর্বশেষ

সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন

০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আক্তার হোসেনকে মনোনয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি বর্তমান সভাপতি প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকার-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মোঃ আক্তার হোসেন এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক জেবা ফারহানা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ আফজাল হোসেনকে মনোনয়ন দেয়া হলো।

এ এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের ২ মে পর্যন্ত বলবত থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য গত ৩ নভেম্বর ২০২৪ ইং তারিখে সাবেক এডহক কমিটির ঘোষণা হয়েছিল।

এম জি

শেয়ার