বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন দিনক্ষণ নির্ধারিত না হলেও ৩০০ নির্বাচনী আসনের প্রায় সবগুলোতেই দলটি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দিনাজপুরের ৬টি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগের ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের প্রার্থী মাওলানা খোদা বখস সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করলে ওই আসনে আবারও নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষনার পর তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দিনাজপুরের ৬টি আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের তালিকা-
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক দিনাজপুর শহর শাখার সভাপতি, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে সূরা সদস্য এবং তুরাগ থানা জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ-) আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম।
দিনাজপুর-৩ (সদর) আসনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বিমান বাহিনীর সার্জেন্ট (অব:) জেলা জামায়াতের ইউনিট সদস্য এ্যাডভোকেট ময়নুল আলম।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মো. আনোয়ার হোসেন।
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) সাবেক দিনাজপুর জেলা শাখার আমির এবং জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
এনজে