ট্রেনিং নিতে সরকারী সফরে বিদেশ যাচ্ছেন জুলাই ম্যাসাকারে জড়িত এক আসামী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারী জাপানে ট্রেনিং নিতে যাবেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) দুই কর্মকর্তা। এর মধ্যে একজন জুলাই-আগস্ট ম্যাসাকারে জড়িত মামলার আসামী।
দুই কর্মকর্তা হলেন, প্রতিষ্ঠানটির ডিজি এ কে এম আজাদুর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ আল রেজওয়ান রহমান।
বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ আল রেজওয়ান রহমানের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের চকবাজার থানায় জুলাই-আগস্টে সংঘটিত ম্যাসাকারের একটি মামলা রয়েছে।
গত ২৬ অক্টোবর মামলাটি করেন লালবাগ থানার উমেশ দত্ত রোডের বাসিন্দা মোঃ ফজলুর করিম। যার মামলা নম্বর ১৯। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬৩, স্মারক নং-৩৩২।
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে দেখা যায়, পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৪/৫০৬/১০৯/৩৪ ধারায় বর্ণিত মামলার ৮৩ নম্বর আসামী সাদ আল রেজওয়ান রহমান। বিবরণীতে এটাও উল্লেখ করা হয় যে, সাদ আল রেজওয়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক।
জুলাই ম্যাসাকারের মামলার আসামী হওয়ার পরও তাঁকে নিয়ে বিদেশ সফরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) ডিজি এ কে এম আজাদুর রহমান বলেন, আমি এ বিষয়ে অফিসিয়ালি অবগত না। এমনিতেও অবগত না। মন্ত্রণালয় তাকে নমিনেশন দিয়েছে এবং এই যন্ত্র সে চালায় সেকারনেই সে যেতে পারছে।
সরাসরি মন্ত্রণালয় থেকে নমিনেশন না হয়ে আপনার থেকে মনোনয়ন যাওয়ার কথা বললে তিনি বলেন, হ্যা মনোনয়ন আমার থেকে গিয়েছে কিন্তু মন্ত্রণালয় এটার অনুমোদন দিয়েছে।
এএ