নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন সুপারলীগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার করিমগঞ্জ কান্দাপাড়া বালুর মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, লোকসংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান।
সহসভাপতি ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সহসভাপতি এস. এম. শরীফ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম বাবুল, প্রধান আলোচক ছিলেন নরসিংদী জজ কোর্টের আইনজীবী এডভোকেট মমিন মিয়া, পৃষ্ঠপোষকতায় ছিলেন কালবেলা নরসিংদী প্রতিনিধি এনামুল হক রানা।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, আমিরগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবুল হাসান মৃধা, নরসিংদী মিরর এর বার্তা সম্পাদক মোঃ ফরহাদ আলম, আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোঃ কাজী রায়হান, তরুণ সমাজ সেবক কবির হোসেন মৃধা সহ আরো অনেকে।
মৃধা একাদশ বনাম পাঠান একাদশের মধ্যকার খেলায় মুগ্ধ হয়েছে উপস্থিত দর্শকরা। এসময় মৃধা একাদশকে হারিয়ে জয় লাভ করেন পাঠান একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এম জি