Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১

১৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১
রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ রাউন্ড শর্টগানের কার্তুজ সহ মোঃ জুয়েল মিয়া উরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার মাহমুদাবাদ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া উরফে রাসেল উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নের চাঁন্দের কান্দি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায়পুরা থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, রায়পুরা থানা পুলিশের একটি টিম থানার বিশেষ অভিযানে সাপমারা বাজারে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইকরাম উজ্জামান ও এএমআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির সামনে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এসময় ১০০ রাউন্ড শর্টগানের কার্তুজ সহ রাসেলকে গ্রেফতার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবত সে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে কার্তুজ (গুলি) সর্বরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘রায়পুরা থানা পুলিশ অপরাধীদের ধরতে তৎপর হয়েছে। নিয়মিত অভিযান অব্যহত থাকবে।’

এনজে

শেয়ার