Top
সর্বশেষ
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার

১৬ জানুয়ারি, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার
জাহাঙ্গীর আলম আনসারী :

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এক আলোচিত গ্রাহক হল এননটেক্স গ্রুপ। বর্তমানে গ্রুপটির ২২টি প্রতিষ্ঠানের কাছে জনতা ব্যাংকের পাওনা ৭ হাজার কোটি টাকার বেশি। অনিয়ম-জালিয়াতির মাধ্যমে দেয়া এই ঋণের টাকা আদায় করতে না পারে চরম বিপাকে পড়েছে ব্যাংকটি।

এর মধ্যে আবার আলোচিত এননটেক্সকে দেয়া ঋণের টাকা কর্মকর্তাদের মাধ্যমে আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুদকও। এমনকি দুদকের পক্ষ থেকে রেকর্ড সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠিও দেয়া হয়েছে। দুদকের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে দুদক বলেছে, নিম্নে বর্ণিত অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ২ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দুদক বলেছে, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে এননটেক্স গ্রুপভুক্ত ২২টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ। উপরিউক্ত অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নে বর্ণিত রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

অতএব, নিম্নে বর্ণিত রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি আগামী ২০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সরবরাহের নিমিত্ত সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করা হ’ল।

দুদকের চিঠিতে উল্লেখ করা যাচিত রেকর্ডপত্রের বিবরণের মধ্যে রয়েছে, জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখার গ্রাহক ‘সুপ্রভ স্পিনিং লিঃ’ এর অনুকূলে ২০% মার্জিনে ১৮০০.০০ মিলিয়ন টাকার সিসি (হাঃ) লিমিট এবং ১০% মার্জিনে ১৫০০.০০ মিলিয়ন টাকার এলসি লিমিট অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের স্মারক নং- ডিওএসএল) ১১৫২/৩ (০৩)/২০১৩-৪২০ তারিখ ১৮-১১- ২০১৩ খ্রি. মূলে গঙট এ নির্দেশিত একক গ্রাহক ঋণ গ্রহীতার সীমা (১৫%)- এর শর্ত শিথলপূর্বক বিশেষ বিবেচনায় অনাপত্তি প্রদান করা সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি নোটাংশসহ (ব্যাংক/গ্রাহকের আবেদন/প্রপোজাল থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পর্যন্ত)।

এ বিষয়ে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না।

অভিযোগের বিষয়ে জানতে জনতা ব্যাংকের এমডি মুজিবুর রহমানের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এমনকি বিষয়টি জানতে চেয়ে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি কোনো জবাব দেন নি। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বাণিজ্য প্রতিদিনকে বলেন, এননটেক্সের বিষয়ে আমরা প্রথম থেকেই সতর্ক ছিলাম। আমরা তদন্ত করে যখন যা পেয়েছি তখনই ব্যবস্থা নিয়েছি। এখন পাচারের যদি কোনো বিষয় আসে তাহলে সেটা দেখার জন্য বিএফআইইউ আছে। এ বিষয়গুলো তারা দেখে।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি হিসেবে বছরের পর বছর ধরে খবরের শিরোনাম হয়ে আসছে অ্যাননটেক্স। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ আছে জনতা ব্যাংকের। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৬০ হাজার ৪৮৯ কোটি টাকা। জনতার বিতরণ করা ঋণের ৬১ শতাংশ খেলাপি এবং ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ২১ দশমিক ২২ শতাংশ। জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের একটি বড় অংশ দেশের বড় ঋণগ্রহীতাদের কাছে পাওনা। এর মধ্যে অ্যাননটেক্স গ্রুপের সাত হাজার ৭০৮ কোটি টাকা।

জানা গেছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে অ্যাননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে প্রায় তিন হাজার ৫২৮ কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক।

সুদসহ ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকটির মোট পাওনার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ৫২৮ কোটি টাকা। শুধু তাই নয় ব্যাংক কোম্পানি আইনের একক ঋণগ্রহীতার এক্সপোজার সীমা লঙ্ঘন করে অ্যাননটেক্স গ্রুপকে ঋণ দিয়েছে জনতা।

জনতা ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাননটেক্স গ্রুপের কাছে ব্যাংকটির ঋণের পরিমাণ সাত হাজার ৭০৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে জনতা ব্যাংকের ঋণ অনুমোদনে ব্যাপক অনিয়ম উদঘাটিত হওয়ার পর ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ২০১৮ সালে বাণিজ্যিক ব্যাংকটিকে ফাংশনাল অডিট পরিচালনা এবং কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তবে ব্যাংকটি এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

গত বছরের মার্চে জনতা ব্যাংকের পরিচালনা পর্যদ এককালীন ঋণ পরিশোধের ওপর নির্ভর করে অ্যাননটেক্স গ্রুপের তিন হাজার ৩৫৯ কোটি টাকার সুদ মওকুফের অনুমোদন দিয়েছিল। এছাড়া আশুলিয়া ও টঙ্গীতে বন্ধকী সম্পত্তি বিক্রি করে মূল ঋণের চার হাজার ৯৬০ কোটি টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংকটি।

তবে নিরীক্ষায় ঋণ নিয়ে জালিয়াতি ও কেলেঙ্কারির প্রমাণ পাওয়ায় গত বছরের এপ্রিলে জনতা ব্যাংককে তিন হাজার ৩৫৯ কোটি টাকার সুদ মওকুফের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এম জি

শেয়ার