Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

রায়পুরায় জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন

২৫ ডিসেম্বর, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
রায়পুরায় জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন
রায়পুরা প্রতিনিধি :

একযুগ পর নান্দনিক আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রায়পুরার হাসনাবাদ বাজারে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন জামায়াত নেতৃবৃন্দ।

থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম ও হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা সদর সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান, বাংলাদেশ চাষি কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার