Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়ার স্কুল মাঠ

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়ার স্কুল মাঠ
জামাল হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) :

ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ। মাঠ সাজানো হয়েছে বিশ্বমানের ক্রিকেট গ্রাউন্ডের মতো। মাঠের দুইপাশে গ্যালারি (অস্থায়ী), দাবার ঘরের আদলে বর্ণিল আউটফিল্ড, খেলার অনলাইন স্কোরিং এবং দেশের অন্যতম নামকরা ধারাভাষ্যকারদের মনকাড়া ধারাভাষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারসহ আধুনিক ব্যবস্থাপনায় চলছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-২।

সবমিলিয়ে ক্রিকেট মাঠ ও খেলার আয়োজন দেখে ক্রীড়াপ্রেমীরা মুগ্ধ। নজর কেড়েছে ভেন্যুর চোখ ধাঁধানো নকশায়। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এমন আয়োজনের উদ্যোক্তা শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু। অক্লান্ত পরিশ্রমেই উপহার দিয়েছেন এমন আয়োজন। জানালেন এর পেছনের গল্পও।

তিনি জানান, আসলে মাদক এবং জুয়া থেকে মানুষকে দূরে রাখার বার্তা দিতেই আমার এই উদ্যোগ। ২০২৩ সালে প্রথমবার এসপিএল শুরু করি, দারুণ সাড়া পেয়েছি। এবার সিজন-২ করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবার অন্যরকম আয়োজন করবো টুর্নামেন্টে। যাতে দেশজুড়ে আমার এলাকার পরিচিতি বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ দেশ পেরিয়ে বিদেশ থেকেও প্রশংসা পাচ্ছি। ম্যাচের লাইভ সম্প্রচার কয়েককোটি মানুষের কাছে পৌঁছেছে। প্রতিটি ম্যাচই তিন থেকে চার লাখ মানুষ লাইভ দেখে। এমন আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এলাকাবাসী এবং যারা টুর্নামেন্টে স্পন্সর করেছেন তাদের সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামীতেও এমন আয়োজনে সবাই পাশে থাকবেন।

গত বছর ১৬ নভেম্বর জমকালো আয়োজেনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির ইতিমধ্যেই পর্দা নামার পথে। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে বাকী এখন ফাইনাল। শিরোপা মঞ্চে লড়বে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে ফাইনাল মহারণ। জাতীয় পর্যায়ের নামকরা কয়েকজন ক্রিকেটার থাকবেন শিরোপামঞ্চে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জমকালো আয়োজনের কথা জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লক্ষ টাকা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলো ম্যাচ সম্প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাচ্ছে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

এম জি

শেয়ার