Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলি বাহিনীর অধিকৃত পশ্চিম তীরে বিশেষ করে জেনিন শরণার্থীশিবিরে সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলি সহিংসতার নিন্দাও জানিয়েছেন।

ফিলিস্তিনি বেসামরিকদের হত্যা, গণগ্রেফতার এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসসহ ইসরাইলি সরকারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনেরও নিন্দা করেছেন তিনি।

গাজা যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি গণহত্যা জোরদারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের বিশেষ করে ফিলিস্তিনি অধিকার বিষয়ক বিশেষ দূতের সতর্কবার্তা উল্লেখ করে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইসলামী ও  আঞ্চলিক দেশগুলোকে দখলদার ইসরাইলি সরকারের নৃশংসতা রোধে গুরুতর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসমাইল বাঘাই ‘ফিলিস্তিনিদের গণহত্যা’ বন্ধে জাতিসংঘ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য গুরুতর লঙ্ঘন বন্ধে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রনেতাদের আহ্বান জানান।

এনজে

শেয়ার