Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলি বাহিনীর অধিকৃত পশ্চিম তীরে বিশেষ করে জেনিন শরণার্থীশিবিরে সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলি সহিংসতার নিন্দাও জানিয়েছেন।

ফিলিস্তিনি বেসামরিকদের হত্যা, গণগ্রেফতার এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসসহ ইসরাইলি সরকারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনেরও নিন্দা করেছেন তিনি।

গাজা যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি গণহত্যা জোরদারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের বিশেষ করে ফিলিস্তিনি অধিকার বিষয়ক বিশেষ দূতের সতর্কবার্তা উল্লেখ করে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইসলামী ও  আঞ্চলিক দেশগুলোকে দখলদার ইসরাইলি সরকারের নৃশংসতা রোধে গুরুতর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসমাইল বাঘাই ‘ফিলিস্তিনিদের গণহত্যা’ বন্ধে জাতিসংঘ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য গুরুতর লঙ্ঘন বন্ধে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রনেতাদের আহ্বান জানান।

এনজে

শেয়ার