Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না: মান্না

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না: মান্না

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে; অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত মান কম, অমানবিকতা বেশি। দেশের শীর্ষ থেকে নীচ পর্যন্ত গনতন্ত্র বাস্তবায়ন করা না গেলে গুনগত মানের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই রাজনীতিতে সিভিল সোস্যাইটি ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।

এম জি

শেয়ার