Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

১২ বছর আগে নিখোঁজ হওয়া ইবির দুই শিক্ষার্থীর সন্ধান চায় শিক্ষার্থীরা

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
১২ বছর আগে নিখোঁজ হওয়া ইবির দুই শিক্ষার্থীর সন্ধান চায় শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি :

১২ বছর আগে নিখোঁজ হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সন্ধান দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। দাওয়া’হ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালীউল্লাহ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসকে। ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর গুম হওয়া অনেকেরই সন্ধান মিলেছে। আমরাও ভেবেছিলাম এবার হয়তো আমাদের ভাইদের ফিরো পাবো। কিন্তু এখন পর্যন্ত আমরা কোন আশার বাণী পাইনি। তারা বেচে আছে নাকি মারা গেছে সেটাও জানতে পারিনি। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত গুম হওয়া আমাদের ভাইদের সন্ধান দিন নইতো তাদের কবরের সন্ধান দিন। একইসঙ্গে তারা গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত এবং পরবর্তীতে যেন এমন গুমের ঘটনা না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুষ্টিয়া ফিরছিলেন ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাস। পথিমধ্যে নবীনগর এলাকা থেকে র‌্যাব ও ডিবি পরিচয়ে উঠিয়ে নেয়া হয় তাদের। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। ওয়ালীউল্লাহ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এম জি

শেয়ার