Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

ঢাবি সাদা দল অসম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: অধ্যাপক মোর্শেদ হাসান

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
ঢাবি সাদা দল অসম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: অধ্যাপক মোর্শেদ হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সবসময় অসম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তাই, আমাদের শিক্ষার্থীরা সরস্বতী পূজাকে ঘিরে যে আয়োজন করেছে তা দেখতে এসেছি। আমরা চাই শিক্ষার্থীদের এমন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সম্প্রীতি আজন্ম টিকে থাকুক। একটা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি এ বার্তা দিতে আজকের পূজামণ্ডপে এসেছি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সাদা দলের নেতৃবৃন্দ জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে স্থাপিত পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা পূজার আয়োজন করেন। এই উপলক্ষে জগন্নাথ হল মাঠে ৭১টি মণ্ডপ স্থাপন করা হয়। সাদা দলের নেতারা মণ্ডপ ঘুরে ঘুরে পূজার সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

এবার জগন্নাথ হল মাঠে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ এবং ইনস্টিটিউটের উদ্যোগে মোট ৭১টি মণ্ডপ তৈরি করা হয়। হল উপাসনালয়ের পাশের পুকুরে একটি মণ্ডপ এবং হল কর্মচারীদের জন্য আরেকটি মণ্ডপ স্থাপন করা হয়। সকাল থেকেই ভক্তদের উপাসনার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আসা পূণ্যার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলো ছিল জমজমাট।

এম জি

শেয়ার