Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

ইইউ’র ওপরেও শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
ইইউ’র ওপরেও শুল্ক আরোপ করা হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপরেও নিশ্চিতভাবে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে তিনি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছেন।

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইইউয়ের উপর নিশ্চিতভাবেই মাসুল বসানো হবে। তবে কবে বসানো হবে, তা বলছি না। খুব তাড়াতাড়িই তা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপকে থেকে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি করতে হবে। বিশেষ করে, আরও বেশি করে গাড়ি ও কৃষিজাত পণ্য আমদানি করতে হবে।

এদিকে, যুক্তরাজ্য নিয়ে ট্রাম্প কিছুটা নরম মনোভাবে দেখিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তারপরও যুক্তরাজ্য়ের উপর মাসুল বসানো হতে পারে।

ট্রাম্প বলেন, স্টারমার চমৎকার মানুষ। আমাদের মধ্যে দু’বার বৈঠক হয়েছে। তাছাড়া বহুবার আমরা ফোনে কথা বলেছি। আমরা খুব ভালোভাবে এগুচ্ছি। আমরা দেখবো, আমাদের বাজেটে সমতা রক্ষা করতে পারি কি না।

এদিকে, প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর সিদ্ধান্ত নিলেও, তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চীনা পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক বহাল রেখেছেন।

এর প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) কাছে যাবে। মামলা করবে। একই কথা জানিয়েছিল কানাডাও। এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) ট্রাম্প জানান, মেক্সিকো ও ক্যানাডার নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসতে পারেন।

সূত্র: ডয়চে ভেলে

এনজে

শেয়ার