Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অসদাচরণের অভিযোগ: শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা বরখাস্ত

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
অসদাচরণের অভিযোগ: শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক :

চাকরিবিধি অমান্য করে অসদাচরণের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষা ক্যাডারে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তরা হলেন- শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমান।

গত ২৯ জানুয়ারি তাদের সাময়িক বরখাস্ত করে পৃথক দুই প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে তা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রেজাউল করিম এর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক ছিলেন। ড. মুহম্মদ মফিজুর রহমান সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

তবে সুনির্দিষ্ট কি অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে, তা জানানো হয়নি প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তারা চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন।

সেজন্য এই বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

বিএইচ

শেয়ার