Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

কুড়িগ্রামে সাংবাদিক সমাবেশ

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে সাংবাদিক সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেন এই সমাবেশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশে উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ৬৫ জন সাংবাদিক অংশ নেয়।

সমাবেশের প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ।

সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, সমাজের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা আছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করি এটা দেশের জন্য ভালো হবে। নাগেশ্বরীতে যত প্রেস ক্লাব আছে সবগুলো এক সংগঠনে আসা উচিত। সাংবাদিকতা করতে হবে নিরপেক্ষ।

তারা আরও বলেন, সকলে এক ছাতার তলে এসে আমাদের সমাজকে, উপজেলাকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। আমাদের অতীত ভুলে গিয়ে নতুন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নাগেশ্বরী উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের দাবি ছিল তারা সবাই অতীত ভুলে গিয়ে নতুন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সেজন্য তাদের দাবি সব সংগঠন ভেঙে একটি সংগঠন করার। পরে সকল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি সংগঠন করার সিদ্ধান্ত নেয়।

সমাবেশের দ্বিতীয় পর্বে সাংবাদিক জাহিদুল ইসলাম খাঁন জাহিদের সঞ্চালনায় সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলো চনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম জি

শেয়ার