জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ পাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রুদ্র বয়ড়া একুশে মোড় থেকে শুরু হয়ে বয়ড়া রেলস্টেশন, বয়ড়া বাজার প্রদক্ষিন করে বয়ড়া ব্রীজের পশ্চিম পাশে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসার জন্য জনতার বিজয়কে নসাৎ করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। যে প্রতিকূলতা অতিক্রম করে এ দেশের মানুষ বিজয় অর্জন করেছে, সেই ঐক্য ও প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে সুষ্ঠু ধারায় চালানোর জন্য শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী দল সজাগ ও সতর্ক থাকবে।
এম জি