Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মনিরুল মওলার গ্রেফতার দাবি ইসলামী ব্যাংক কর্মকর্তার

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
মনিরুল মওলার গ্রেফতার দাবি ইসলামী ব্যাংক কর্মকর্তার
অর্থনৈতিক প্রতিবেদক :

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মনিরুল মওলাকে বিশ্ববিখ্যাত দুর্নীতিবাজ, ইতিহাসের সেরা মিথ্যাবাদী ও শেখ হাসিনার অর্থনৈতিক দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন আবুল কালাম আজাদ নামে ইসলামী ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

গত ২৯ জানুয়ারি আবুল কালাম আজাদ তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এমন দাবি জানান।

আজাদ তার ফেসবুকে লিখেছেন-‘বিশ্ববিখ্যাত দুর্নীতিবাজ, ইতিহাসের সেরা মিথ্যাবাদী, ফ্যাসিস্ট হাসিনার অর্থনৈতিক দোসর আইবিবিএল এর বর্তমান এমডি মনিরুল মাওলার অপসারন ও গ্রেফতার চাই।’

এদিকে, গত ২৯ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান কার্যালয়ের এইচআর ওয়েলফেয়ার এন্ড সার্ভিস ডিভিশন থেকে চক মোগলটুলি শাখায় বদলি করা হয়েছে। তাকে কী কারণে বদলি করা হয়েছে এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে আবুল কালাম আজাদ দাবি করেছেন, ব্যাংকের এমডি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বারবার বদলি করা হচ্ছে।

গতকাল সোমবার রাতে তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত কয়েক মাসে আমাকে তিন বার বদলি করা হয়েছে। গত বছরের আগস্টের ১৮ তারিখে আমাকে সিলেট লালদীঘি শাখা থেকে বদলি করে প্রধান কার্যালয়ের এইচআরে আনা হয়। এখান থেকে আবার বদলি করে এইচআরডব্লিউতে পাঠানো হয়।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি চক মোগলটুলি শাখায় বদলি করা হয়েছে। আমার অপরাধ হল আমি এমডি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন তারা আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকিও দিচ্ছে।

ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে লেখা সার্ভিস রুল লঙ্ঘন হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, সার্ভিস রুলস তো সবার জন্য। শুধু আমার ক্ষেত্রে প্রয়োগ হবে কেন? যারা এস আলমকে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সহযোগিতা করেছে। অনিয়ম-দুর্নীতির কারণে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা পদে বহাল থাকে কোন রুলে? সার্ভিস রুল অনুযায়ীতো তাদেরও চাকরি থাকে না।

এদিকে, গত ৩১ জানুয়ারি আবুল কালাম আজাদ তার ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে লিখেন- প্রিয় আইবিবিএলকে ভালোবাসি হৃদয়ের অত্যান্ত গভীর থেকে কিন্তু এস আলম এবং তার চামচারা মিলে যেভাবে প্রিয় প্রতিষ্ঠানকে ক্ষত বিক্ষত করেছে সেটা মানতে পারছি না।

বিএইচ

শেয়ার