Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে পুকুর থেকে নারীর ইট বাঁধা মরদেহ উদ্ধার

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
বাগেরহাটে পুকুর থেকে নারীর ইট বাঁধা মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর নাম সারমিন বেগম (৩১)।

উদ্ধার হওয়া গৃহবধু সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। ওই নারীর শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল।

পুলিশ জানান, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাধাঁ, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গত দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেয়া হতে পারে। কি কারনে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

এম জি

শেয়ার