Top

ভিক্ষা করে চলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজিবের বাবার সংসার

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
ভিক্ষা করে চলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজিবের বাবার সংসার
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মতলব উত্তরের রাজিবের বাবার সংসার চলছে ভিক্ষা করে।

নিহত রাজিব গজরা ইউনিয়নের টরকী এওয়াজ গ্রামের রজ্জব প্রধানও রহিমা বেগমের দম্পতির বড় ছেলে রাজিব। পরিবারে দুই ভাই এবং চার বোনের মধ্যে তিন বোন বিবাহিত। রাজিবের স্ত্রী ও ইব্রাহিম নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। রাজীব পরিবার নিয়ে গাজীপুর বোর্ড বাজার এলাকায় ভাঙারি ব্যাবসা করতো।

গত ২০ জুলাই বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রাজিব ভাঙারির দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে সেইদিন নিহত রাজিবের স্ত্রী শরীফা স্বামীর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে। ২১ জুলাই তাকে রাঢ়ীকান্দি কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ছোট্ট একটি ঝুপড়ি বসতঘর রাজিবের। পলিথিন ও কাপড়ের প্যাঁচানো রান্নাঘর।

রাজিবের বাবা রজ্জব আলী বেপারীর ডান হাত অকেজো হয়ে যাওয়ায় ৪ বছর যাবৎ কাজ করতে পারছে না। ফলে ভিক্ষা করে সংসার চালান। তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বড় ছেলে রাজীব।
সংসারে অভাব থাকায় ছোট মেয়ে সুমি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর লেখাপড়া করতে পারেনি। সে অবিবাহিত। ছোট ছেলে ফয়েজ (১৯) স্থানীয় ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ফলে ৬ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস ফয়েজ। সে এখন চাঁদপুরের একটি হোটেলে সামান্য বেতনে বয়ের কাজ করে।

শহীদ রাজীবের মা রাহিমা বেগম (৫১) কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর আগের দিন রাতে আমার ছেলেকে হারিয়ে আমি অসহায়। যদি আমার ছোডো পোলাডারে সরকার একটি চারকি দিতো, তাহলে আমাগো উপকার হতো। এখন আমার স্বামী ভিক্ষা কইরা আমগো সংসার চালায়। দৈনিক ৩-৪ কেজি চাউল পায়, তা দিয়াই আমগো সংসার চলে।

রাজীবের স্ত্রী শরীফা বেগম (২৪) বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই। জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা দিয়েছে। সে টাকা ব্যাংকে ছেলে ইব্রাহীমের নামে স্থায়ী ডিপোজিট করে রেখেছি। এর মধ্যে জামায়াতে ইসলামী দিয়েছে ২ লাখ টাকা। ঢাকা থেকে ছাত্ররা একটি দোচালা ঘর করে দিছে।

আর কোন সহযোগিতা না পাওয়ায় ভিক্ষা করে সংসার চালাচ্ছে শশুর।

বিএইচ

শেয়ার