Top

টিএইচই র‌্যাঙ্কিংয়ে ১ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে ১ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি :

বিশ্বখ্যাত টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে-২০২৫ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জনসহ নানা বর্ণিল কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) উদযাপিত হলো ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস।

শনিবার (১ ফেব্রুয়ারি) এ দিবস উদযাপন করা হয়। বর্ণিল নানা আয়োজনে অনুষ্ঠিত এ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার ড. নাজমুল করিম খান। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ১০টি পায়ড়া উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বিশ্ববিদ্যালয়ের ২৭ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে ২৭টি বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার, ফেস্টুন ও পেইন্টিং নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কৃষি অনুষদ ভবন চত্বরে সমাপ্ত হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নীচতলায় ফ্যাকাল্টিসমূহের উদ্ভাবিত নানা প্রযুক্তি ও জাত প্রদর্শনী স্টলসমূহ প্রদর্শণ করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় পুরো ক্যাম্পাস। বিকেলে শিক্ষার্থীদের ফ্লাশ মুভ এবং সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বশেমুরকৃবি কেবল টিএইচই র‌্যাঙ্কিংয়েই প্রথম হয়নি বরং উরি এবং সিমাগো র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে। বিগত তিন বছরে এপিএ (অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট) তে প্রথম হয়েছে বলেও ভিসি আলোকপাত করেন। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালকে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ১০০-২০০তম স্থানে নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে বলে উপাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের অসামান্য এ অর্জনের জন্য ভিসি বশেমুরকৃবি’র সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, প্রত্যেকের শপথ হওয়া উচিত, যার যে দায়িত্ব তা শতভাগ পালন করা। বশেমুরকৃবিকে বিশেষ বিশ্ববিদ্যালয় অ্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, বশেমুরকৃবি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে একাডেমিক ক্যালেন্ডার পরিপূর্ণরূপে অনুসরণ করা হয়। তবে জাতীয়ভাবে প্রকৃত তথ্য প্রয়োজন বিধায় যেকোনো প্রয়োজনে শিক্ষা বিভাগ বশেমুরকৃবি’র শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে তৎপর ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের টিএইচই র‌্যাঙ্কিংয়ে প্রথম হওয়ায় এ বিশ্ববিদ্যালয়কে বিশেষ ধন্যবাদ জানান।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জিএমপি’র কমিশনার ড. নাজমুল করিম খান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার আবদুল্লাহ্ মৃধা। এর আগে আলোচনার শুরুতে বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন ও বিশেষত্ব নিয়ে একটি মনোমুগ্ধকর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার।

বিএইচ

শেয়ার