Top

শরীয়তপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
শরীয়তপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি :

শরীয়তপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় আব্দুর রউফ ক্রীড়াচক্র এবং ডিসিসি ধানুকা ক্লাব অংশগ্রহণ করে।

এ প্রীতি ম্যাচ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য অধিদপ্তর শরীয়তপুর জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক এবং শরীয়তপুর সরকারি কলেজের একাধিক শিক্ষকবৃন্দ।

এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক মহোদয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা এবং শরীরচর্চার সাথে যারা যুক্ত থাকে তারা কখনোই মাদকাসক্ত হতে পারেনা তাই তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলায় ডিসিসি দানুকা ২-১ গোলে আব্দুর রউফ ক্রীড়াচক্রকে পরাজিত করে।

বিএইচ

শেয়ার