বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ শনিবার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শরীয়তপুর জেলার চারটি স্কুলকে নিয়ে জেলা পর্যায়ে টুর্নামেন্ট শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার জনাব সমীর বাইন। আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, পালং উচ্চ বিদ্যালয়, জাজিরা মোহর আলী সরকারি উচ্চ বিদ্যালয়,ডোমসার জগত চন্দ্র ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ।
উদ্বোধনী খেলায় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় জাজিরা মোহর আলী সরকারি উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়ে উদ্বোধন ম্যাচ জয়লাভ করে।
বিএইচ