Top
সর্বশেষ

গণঅভ্যুত্থানে গুলি করা পাবনার চেয়ারম্যান সাঈদের বাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানে গুলি করা পাবনার চেয়ারম্যান সাঈদের বাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা
তালুকদার রাসেল, স্টাফ রিপোর্টার, পাবনা :

গত ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাংচুর করছেন ছাত্র-জনতা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও।

পরে বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেয় ছাত্র-জনতা। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় সাঈদের বাড়িতে। ঐসময় গানের তালে তালে উল্লাস করেন জনতা। একইসাথে বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে সাঈদের বাড়ি ভাঙ্গার কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবেনা ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুন:প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে জানতে চাইলে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি।

তবে এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাংচুর) কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বিএইচ

শেয়ার