ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড যৌথভাবে ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় ইবিএল-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্রেডিট কার্ড চালু করা হয়। আইসিএসবি’র সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা এবং উপযোগী সমাধান প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত অডিও-ভিজুয়াল (এভি) উপস্থাপনার মাধ্যমে আইসিএসবি এবং ইবিএল’র কার্যক্রম তুলে ধরা হয়।
এসময় আইসিএসবি’র ভারপ্রাপ্ত সভাপতি এম নুরুল আলম এই উদ্যোগের জন্য ইবিএল’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি এই অংশীদারিত্ব আইসিএসবি সদস্যদের পেশাগত এবং ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য বিশেষায়িত পরিষেবার সাথে একটি নিরবচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে একটি সুন্দর পদক্ষেপ বলে উল্লেখ করেন। এছাড়া ইবিএল’র ক্রেডিট কার্ড সেবার উচ্চমান এবং ব্যতিক্রমী পরিষেবার প্রশংসা করেন তিনি।
এসময় ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, ইবিএল এবং আইসিএসবি’র এই সহযোগিতা বিশ্বব্যাপী স্বীকৃত ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিএসবি’র সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধার সুযোগ তৈরি করবে। ইবিএল কর্পোরেট গভর্নেন্সে বিশ্বাসী এবং আইসিএসবি কর্পোরেট গভর্নেন্স প্রচার ও নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আইসিএসবি’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্টানের ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকুর রহমান; ট্রেজারার মো. আবদুল্লাহ আল মামুন; কাউন্সিল সদস্য সেলিম আহমেদ; কাউন্সিল সদস্য মো. শরীফ হাসান ; কাউন্সিল সদস্য মো. হারুন-আর-রশীদ; কাউন্সিল সদস্য আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত; কাউন্সিল সদস্য মো. শফিকুল ইসলাম ভূইয়াঁ ; সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন; নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো. শামিবুর রহমান এবং ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ।
এছাড়া ইবিএল’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আনোয়ার; হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
বিএইচ