Top
সর্বশেষ

আইএসইউ-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
আইএসইউ-ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক
নিজস্ব প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে, আইএসইউ ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষে সহকারী মহাব্যবস্থাপক, একেএম সাহেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।

এই চুক্তির মাধ্যমে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা আইএসইউ’তে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন । পাশাপাশি এখন থেকে আইএসইউ’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণে হাসপাতালটিতে নানান সুযোগ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসইউ’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক,এডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন গাজী, সিনিয়র এক্সিকিউটিভ আবুহেনা মোঃ শহিদুজ্জামান, এক্সিকিউটিভ কর্পোরেট মো জোনায়েদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

এনজে

শেয়ার