ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের চট্টগ্রাম শাখার ২য় (৫৫ তম) ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) আইসিএসবি-এর চট্টগ্রাম শাখা, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদে (হাইব্রিড মোড) অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আইসিএসবি-এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এফসিএস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানান এবং কীভাবে এই ডিগ্রি তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে ব্যাপারে আলোকপাত করেন।
আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস কোর্স ও পরীক্ষা পদ্ধতির একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগী হয়ে ক্লাসে উপস্থিত থাকার পরামর্শ দেন এবং চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আইসিএসবি-এর কাউন্সিল সদস্য মো. শরীফ হাসান এফসিএস নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কর্মক্ষেত্রে এই পেশার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি চার্টার্ড সেক্রেটারী কোর্স নির্বাচনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি শুধুমাত্র তাদের পেশাগত অগ্রগতি নয়, বরং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের এই পেশার উন্নয়নে কাজ করার জন্য উৎসাহিত করেন।
আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস তার বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের সাথে সাথে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ অর্জনের জন্যও অনুপ্রাণিত করেন এবং এই পেশাকে বিশ্বব্যাপী অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করেন। পরিশেষে, তিনি আনুষ্ঠানিকভাবে আইসিএসবি চট্টগ্রাম শাখার ২য় ব্যাচের (৫৫তম ব্যাচ) চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস; আইসিএসবি-এর কাউন্সিল সদস্য সেলিম আহমেদ এফসিএস। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাজীব সাহা এফসিএস, এ.এম.এম. মঈন উদ্দিন মজুমদার এসিএস এবং মো. আবুল কালাম আজাদ এসিএস। মো. সোহেল সরকার এসিএস সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। তিনি নবীন শিক্ষার্থীদের চার্টার্ড সেক্রেটারী কোর্স থেকে অনন্য পেশাগত দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানান, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনজে