শীত লাঘবে ঢাকা কলেজে কর্মরত নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা কলেজের কর্মরত কর্মচারীদের এ উপহার প্রদান করে সংগঠনটি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠনের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে চাই । আমাদের এই কর্মপ্রচেষ্টার মাধ্যমে যেন জুলাই গনঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ করতে পারি।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মোঃ সজিব উদ্দীন বলেন, আগামীর দেশ হবে সমতা ও ন্যায্যতার বাংলাদেশ। যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা যেকোনো মানবিক সেবা ও সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে সোচ্চার থাকবে। আমরা কম্বল উপহারের মাধ্যমে সামাজিক সেবা শুরু করেছি । ভবিষ্যতেও আমরা দেশের সেবা করে যাব।
বিএইচ