Top
সর্বশেষ

লেখক সন্ত্রাসী হয় না, লেখক হয় শান্তিপ্রিয় : ইবি ভিসি

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
লেখক সন্ত্রাসী হয় না, লেখক হয় শান্তিপ্রিয় : ইবি ভিসি
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘সভ্যতার ইতিহাস যারা বিনির্মাণ করেছেন, বিপ্লব ঘটিয়েছেন তারা সবাই লেখক ছিলেন। লেখক কলমের মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন ঘটিয়ে সমাজকে বিনির্মাণ করে। এজন্য লেখক সন্ত্রাসী হয় না, হয় শান্তিপ্রিয়।

সোমবার (১০ জানুয়ারি) ইবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। শতাধিক তরুণ লেখক এতে অংশ নেন।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘পাঠকের মৃত্যু ঘটে কিন্তু লেখকের নয়। কারণ লেখার মৃত্যু ঘটে না। যুগ যুগ ধরে তা পাঠক শ্রেণীর মাঝে বেঁচে থাকে। জ্ঞানের সমৃদ্ধির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লেখনির মাধ্যমেই পৃথিবীতে জ্ঞানের যাত্রা শুরু হয়েছে।’

তিনি লেখকদের উদ্দেশ্যে বলেন, ‘লেখা সমাজ দর্শনকে মানুষের কাছে তুলে ধরে। লেখার মাধ্যমেই সমাজকে চেনা যায়। কোরআনের প্রথম দিকের আয়াত নাজিল হয়েছে কলমকে উল্লেখ করে। সবাই লেখলেখি করলেই বিশ্ববিদ্যালয় মূলত বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। এজন্য তোমরা যারা লিখবে লেখার নৈতিকতা মেনে চলবে। এমন কোন লেখা লিখবে না যা মানুষের উপকারে আসবে না এবং সমাজের জন্য ক্ষতিকর।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি খায়রুজ্জামান খান সানি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন নর্দান ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন এবং ইবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল করীম। বিশেষ অতিথি হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন উপস্থিত ছিলেন। এছাড়া ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন লেখকদের হাতে সম্মাননা সনদ ও বিদায়ী লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এম জি

শেয়ার