Top
সর্বশেষ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে দুপুর সোয়া একটায় হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানান সেনাসদস্যরা।

হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে সেনাবাহিনী উদ্যোগ নেবে বলেও জানান তারা। এর কিছুক্ষণ পর হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাওয়া যায়।

বিবৃতিতে আগামী ২০ দিনের মাথায় হাসপাতালের আংশিক কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে জানানো হয়। বিবৃতির পরই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।

এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর জানান, শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর বিষয়ে সড়ক অবরোধসহ বেশ কিছু কর্মসূচি পালন করে। তারা দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ২০ দিনের মাথায় মেডিসিন ও শিশু ওয়ার্ডের কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের কার্যক্রম চালু করা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি।

এম জি

শেয়ার