সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করে ৬ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেনো হাসিনার পাতা ফাঁদে পা না দেই।
তিনি আরও বলেন, বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। সাবধানে পা ফেলতে হবে। অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হবে। এসময়, যুক্তরাষ্ট্রের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
এম জি