Top
সর্বশেষ

২০২৩-২৪ অর্থবছর: চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৪.২২%

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
২০২৩-২৪ অর্থবছর: চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৪.২২%

ঘটনাবহুল ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে কম। চূড়ান্ত হিসাবে পাওয়া জিডিপি প্রবৃদ্ধির এই অংক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর করা সাময়িক হিসাবের চেয়ে ১.৬ শতাংশ পয়েন্ট কম। সাময়িক হিসাবে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার আশা করেছিল সরকার।

প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি পাওয়া গেল তার চেয়ে অনেক কম।

২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তাতে ২০১৯-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে যায় ৩ দশমিক ৪৫ শতাংশে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এরপর ২০২৩-২০২৪ অর্থবছরেই সবচেয়ে কম প্রবৃদ্ধি অর্জিত হল।

একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। চূড়ান্ত হিসাবে ২০২৩-২০২৪ অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার।

জিডিপির এই অংকও সাময়িক হিসাবের তুলনায় কম। গতবছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাবে জিডিপির আকার ধরা হয়েছিল ৪৫৯ বিলিয়ন ডলার।
জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় (পার ক্যাপিটা জিএনআই) দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলারে, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসে বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রপ্তানি আয়, মূল্যস্ফীতি ও রিজার্ভসহ বিভিন্ন সূচক উপস্থাপন করে অর্থনীতির ‘ঘুরে দাঁড়ানোর’ চিত্র তুলে ধরেন শফিকুল আলম।

সরকারের প্রথম পাঁচ মাসে অর্থনীতিতে কী অর্জন এবং সামনে কী চ্যালেঞ্জ আসতে পারে, তার ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি পর্যালোচনা সভা হয় এদিন।
সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাড়াও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে বৈঠকে উপস্থিতরা মন্তব্য করেছেন। গত পাঁচ মাসে অর্থনীতির প্রধান সূচকগুলো স্পষ্টভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত পাঁচ মাসে রপ্তানিতে ১০ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। আমদানিতে প্রবৃদ্ধি আছে। নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে। টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিলসহ সরকারি খরচ হ্রাসের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারের এক উপস্থাপনার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, অর্থনৈতিক পরিস্থিতি, খাদ্য পরিস্থিতি, আর্থিক থাত, বৈদেশিক বাণিজ্য, বিদ্যুৎ- জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন ছিল। অধ্যাপক ইউনূস বলেছেন, সার্বিক পরিস্থিতিতে তিনি অত্যন্ত সন্তুষ্ট।

সংবাদ সম্মেলনে বহুল আলোচিত কোরিয়ান ইপিজেড নিয়ে প্রেস সচিব বলেন, কোরিয়ান ইপিজেড হচ্ছে বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় জায়গা। প্রায় আাড়াই হাজার একর জায়গায়। সেই সময়কার বড়বড় রাজনীতিকের চোখ পড়েছিল। স্যামসাংসহ অনেকেই এখানে বিনিয়োগ করতে এসে জমির জটিলতার কারণে পারেনি। অনেকে চলে গেছে ভিয়েতনামে। যে সমস্যাগুলো পতিত স্বৈরাচার তৈরি করেছিল, এর ফলে বড় একটা বিদেশি বিনিয়োগ আসেনি। কোরিয়ান ইপিজেডের ভূমির সমস্যাটা ঠিক করার কথা আমরা দিয়েছিলাম। ৬ ফেব্রুয়ারি ভূমির মিউটেশন পেপার তাদের হাতে হস্তান্তর করেছি। এখানে অনেক বড় বিনিয়োগ আসবে এবং অনেক কর্মক্ষেত্র তৈরি হবে।

মূল্যস্ফীতি কমেছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার বর্ণনা দিয়ে প্রেস সচিব বলেন, মূল্যস্ফীতি এক সময় ১২ শতাংশে উঠে গিয়েছিল। এখন পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এক অংকের ঘরে এসেছে। ঋণের সুদহার বাড়িয়ে মূল্যস্ফতি নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। আমরা দেখছি এটা কাজ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস, জুলাইয়ে (মূল্যস্ফীতি) ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় ও সরবরাহের কারণে রোজার মাসে মূল্যস্ফীতিজনিত কোনো চ্যালেঞ্জ থাকবে না।

শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপের মধ্যে ছিল সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি। নীতি সুদের হার ২০২৪ সালে ছিল ৮ শতাংশ। ধাপে ধাপে বাড়িয়ে ডিসেম্বরে তা ১০ শতাংশে উন্নীত করা হয়েছে। নীতি সুদহারের কোরিডোরের ঊর্ধ্বসীমা ১১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছর থেকে গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে ছিল। তবে বিগত সরকার সেটা ‘অন্যভাবে’ প্রকাশ করেছে বলে প্রেস সচিবের ভাষ্য।
তিনি বলেন, অনেক ডেটাই মেনিপুলেটেড ছিল। প্রকৃত ইনফ্লেশন অনেক বেশি হলেও সেটাকে ৯ শতাংশ দেখানো হয়েছে। অর্থবছরের জুলাই মাসে মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়ে যায়। জানুয়ারি ২০২৫ শেষে সেটা ৯ দশমিক ৯৪ শতাংশ ছাড়িয়েছে।

খাদ্য নিরাপত্তা

গত বছর দেশে অনেকগুলো বন্যায় দুই মওসুমের ফসল নষ্ট হলেও সরকার আমদানি করে ও বাজারে সরবরাহ বাড়িয়ে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে’ বলে দাবি করেন প্রেস সচিব।

তিনি বলেন, গত বছর ছয়টি বন্যা হয়েছে। যেসব এলাকায় নিশ্চিত ফসল হয় সেখানে পরপর দুটি বন্যা হয়েছে। ফলে আউশের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৫৫ লাখ এবং আমন উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৫৮ লাখ টন কম হয়েছে।

তবে যে পরিমাণ খাদ্য শস্য আমদানি হচ্ছে, তাতে খাবারের দাম সামনের দিকে আরও কমবে এবং আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম কমতির দিকে থাকায় দেশের বাজারে এর প্রভাব পড়বে বলে আশা করছেন শফিকুল আলম।

তিনি বলেন, মজুদ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরে আরও ৯ লাখ টন খাদ্য শস্য আদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরিয়া সারের বাফার স্টকে এখন ৮ লাখ টনে উন্নীত করা হয়েছে যা মার্চ মাস পর্যন্ত চলবে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সারে ভর্তুকি বাবদ ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাদ্যে ভর্তুকি বাবদ ৮ হাজার ৫৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মূলত ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি সারা বছর চলমান রাখার লক্ষ্যে বর্ধিতহারে বরাদ্দ রাখা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুত খাতের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, এ খাতের বকেয়া কমিয়ে আনার লক্ষ্যে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এর ফলে চলতি অর্থবছরে সর্বমোট ১১ হাজার ৪৪৪ কোটি টাকা বা ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলে ধারণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

প্রেস সচিব বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে আনার জন্য ইতোপূর্বে সম্পাদিত ক্রয় চুক্তি পুনর্বিবেচনা এবং এনার্জি অডিট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন রিগ কেনা ও বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্টের’ কমান্ড সেন্টার চালু হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অপারেশন ডেভিড হান্ট শুরু হয়েছে। কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেছিলেন একটা কমান্ড সেন্টার তৈরি করার কথা বলেছিলেন। রোববার ৬টায় এই কমান্ড সেন্টারটা চালু হচ্ছে। এখানে রেগুলার আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব। এদের বাইরে আর্মড ফোর্সেসের প্রতিনিধি থাকবেন। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। কোথাও অবনতি হওয়ার আশঙ্কা থাকলে তারা কুইক রিসপন্স করবেন।

এম জি

শেয়ার