Top

বাকৃবিতে পশুপালন অনুষদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
বাকৃবিতে পশুপালন অনুষদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের উদ্যোগে কৃতী তিন গ্রাজুয়েট ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী। তিনি সংবর্ধিত তিন গুণী ব্যক্তিদের শিক্ষা জীবন ও কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। বিশেষভাবে, উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার শিক্ষাজীবনের ফলাফল, শিক্ষকতা জীবনের সুনাম এবং গবেষণা ক্ষেত্রে সাফল্য মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পশুপালন অনুষদের পাঁচটি বিভাগের প্রতিনিধিরা সংবর্ধিত গুণী ব্যক্তিদের কর্মজীবন ও অবদানের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম খান, অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ ও অধ্যাপক ড. মো. শওকত আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুককে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে বলেন, নিজ নিজ কাজে নিষ্ঠার সঙ্গে মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। অন্যের ওপর নির্ভর না করে আত্মপ্রণোদিত হয়ে কাজ করাই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি ভবিষ্যতে বিএলআরআই ও ইউজিসি থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

এনজে

শেয়ার