জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
পরীক্ষার্থীদের সুবিধার্থে জাবি শাখা ছাত্রদল তাদের ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কলম ও স্কেল বিতরণ করছে। পাশাপাশি দেরিতে আসা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষার হলে পৌঁছে দিতে চালু করেছে বাইক সার্ভিস। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করেছে সংগঠনটি। ক্যাম্পাসে মোটরচালিত রিকশার অনুপস্থিতির কারণে তাদের বাইক সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হচ্ছে।
অন্যদিকে, শাখা ছাত্রশিবির পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছামূলক উপহার হিসেবে কলম ও বই প্রদান করছে। এছাড়া, পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য বিশ্রামের সুযোগ রেখেছে তারা।
ছাত্রদলের এই উদ্যোগ প্রসঙ্গে শাখা আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “আমরা দুটি ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। বিশেষ করে দেরিতে আসা পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে আমাদের বাইক সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা পরীক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।”
অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “ভর্তিচ্ছুদের জন্য কলম ও সুপেয় পানির ব্যবস্থা ছাড়াও আবাসনসহ বিভিন্ন দিক থেকে আমরা সহায়তা দিচ্ছি। সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবো।”
উল্লেখ্য, আজ জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এনজে